Friday, 05 December 2025, 04:52 PM

পাঁচবিবিতে সাংবাদিক ও ল্যাব সহকারীকে অফিস কক্ষে অতর্কিত...

মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের পাঁচবিবিতে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেট ও পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামের উপর হামলার প্রধান আসামী শফিকুল মেম্বারসহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পাঁচ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন পৌর প্রেসক্লাব, পাঁচবিবি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ । 


পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সন্ত্রাসী হামলায় আহত পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, মোহনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আকতার হোসেন বকুল, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মডেল প্রেসক্লাবের  বদরোদ্দোজা সবুজ, দৈনিক প্রভাতের আলো জয়পুরহাট জেলা প্রতিনিধি মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, পৌর প্রেসক্লাবের সদস্য ও প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক মতিউর রহমান, সাকিব হোসেন, ও মামুনুর রশিদ বাবু প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু,সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, সদস্য আতিকুর রহমান পান্না, কামরুল মতিন মিলন, আলী হাসান, দৈনিক খোলা কাগজের পাঁচবিবি প্রতিনিধি রেজুয়ান ইসলাম, মডেল প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তজাসহ অনেকে।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মূল আসামী শফিকুল মেম্বারকে এখনো গ্রেফতার করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ। আসামীরা নানা ভাবে হুমকি -ধামকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। 


উল্লেখ্য দীর্ঘদিন থেকে ধরঞ্জী ইউপি সদস্য শফিকুল নানা ভাবে সাইদার ইসলামের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে সাইদার ইসলামকে হাত-পা ভেঙ্গে দেয়া হবে। স্কুলে যেতে দেয়া হবে না মর্মে শফিকুল মেম্বার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবসহ ৪/৫ জন বিদ্যালয় চলাকালে সাইদার ইসলামের উপর রড ও লাঠি দিয়ে হামলা চালায়। গুরুত্বও আহত অবস্থায় সাইদারকে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে শফিকুল মেম্বারের ছেলে রাকিবকে গ্রেফতার করে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P