Friday, 05 December 2025, 04:52 PM

পাঁচবিবিতে ট্রেনে কাটা পরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পরে  পলাশ মহন্ত  (৪৫) এক যুবকের মৃত্য হয়েছে। ২৫ (সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে আনুমানিক ২০০ দুরে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ পাঁচবিবি পৌরসভাধীন দমদমা তুরিপাড়া মহল্লার মৃত নিলমনী মহন্তের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশ ছিল একজন মানসিক ভারসাম্যহীন। সে অন্যমনস্ক  ভাবে রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাটি এবং ঘোরাফেরা করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার সময় দূর্ঘটনায় তার মৃত্যু হয়।


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের  বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে গেছে পরিবারের লোকজনের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি এ কথা জানান।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P