Thursday, 10 April 2025, 06:49 PM

পেলেকে টপকে গেল মেসি

বিডি নীয়ালা নিউজ(২৩ই মে১৬)-স্পোর্টস ডেস্কঃ  স্প্যানিশ লিগ লা লিগা শিরোপা জয়ের পর এবার সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা ডেল রের শিরোপাও জিতেছে বার্সেলোনা।

রবিবার রাতে অতিরিক্ত সময়ে লিওনেল মেসির সহায়তায় গোল দুটি করেন জরদি আলবা ও নেইমার।

আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি। ফুটবল সম্রাট পেলে তার সুদীর্ঘ ক্যারিয়ারে ২৯টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন।

রবিবার কোপা দেলরের চ্যাম্পিয়ন হওয়ায় বর্তমানে লিওনেল মেসির শিরোপার সংখ্যা ৩০টি। কোপা দেলরেতে লিওনেল মেসির এটা চতুর্থ শিরোপা।

এছাড়াও মেসি লা লিগার ৮টি, স্প্যানিশ সুপার কাপের ৬টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪টি, ইউরোপিয়ান সুপার কাপে ৩টি এবং ক্লাব বিশ্বকাপেও তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে মোট ২টি আর জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান এই আর্জেন্টাইন জাদুকর। কিন্তু দুর্ভাগ্য লিওনেল মেসির! পেলে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়লেও এখন পর্যন্ত একবারও বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি মেসির।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P