Sunday, 09 March 2025, 09:11 PM

পেশাজীবী শ্রমিক ও দিনমজুররা এক হলে দেশে ইসলাম...

এম ডি বাবুল: দেশের শ্রমিক জনতা খেটে খাওয়া দিন মজুররা যদি একতাবদ্ধ হয় এই দেশে একটি সৌহাদপূর্ণ ইসলাম এবং শান্তি কায়েম করা সম্ভব, বল্লেন শ্রমিক কল‍্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়ার ১৫ আসনের সাবেক সংসদ সদস্য আ-না-ম শামসুল ইসলাম।


 ২৮ শে ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার লোহাগাড়া উপজেলার মডার্ন কমিউনিটি সেন্টার এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়া শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


 তিনি আরো বলেন বিনা ভোটে নির্বাচিত স্বৈর শাসক শেখ হাসিনা তার মনগড়া আইন পাস করে দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে দেশের মানুষকে হত্যা ঘুম খুন করতে দ্বিধাবোধ করেনি বাংলাদেশকে একটি মাফিয়া দেশে রূপান্তরিত করেছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে স্বাধীনতা মত প্রকাশকে বাধাগ্রস্ত করেছে জুলাই বিপ্লব এর মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এই অবৈধ হাসিনা সরকার। এবং তাই আমাদেরকে আরো সজাগ হতে হবে সচেতন হতে হবে এমনটা আর হতে দেওয়া যাবে না তাই আসুন আমরা বাংলাদেশের জনগণ সবাই  একতাবদ্ধ হয়ে এই দেশকে একটি সৌহাধ পূর্ণ শান্তিময় দেশ হিসেবে রূপান্তরিত করি।


শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোহাগাড়ার সভাপতি মাষ্টার আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা

মোহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, কেন্দ্রীয় সম্পাদক চট্টগ্রাম মহানগর এর সভাপতি এস এম লুৎফর রহমান।


এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার ড: হেলাল উদ্দিন মো:নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা বদরুল হক দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন,এবং লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম,উপদেষ্টা অধ্যাপক আবু তাহের, দক্ষিণ জেলার সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সিকদার,দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক. লোহাগাড়া উপজেলা অটো রিক্সা সিএনজি চালক কল্যাণ সমবায় সমিতি লিঃএর সভাপতি লোহাগড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম প্রমুখ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P