মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন এলাকায় একরের পর একর জমি জুড়ে হলুদ সরিষার ফুলে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্য। সরিষার খেতে মৌমাছির অবাধ বিচরণ ফলনের জন্য শুভ লক্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যার ফলে দেবীগঞ্জ উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার অধিক জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগ জানায়, কম খরচে ও স্বল্প সময়ে লাভজনক হওয়ায় বোরো ধান চাষের আগেই সরিষা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। এতে একদিকে বাড়তি আয় নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। উপজেলা কৃষি অফিসার মো. নাঈম মোরশেদ জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেবীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৮১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনটি জাত সরিষার রোপণ করা হয় এ বছরে বারি সরিষা, বিনা সরিষা, স্থানীয় সরিষা টরি, আবহাওয়া ভালো রয়েছে, মাঠপর্যায়ে রোগবালাইয়ের আক্রমণ না থাকায় ফলন বাম্পার হবে বলে আশাবাদী ৪,০০০ কৃষককে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য কোনো রোগবালাই নেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।