Friday, 05 December 2025, 11:09 AM

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮ দফা দাবিতে নার্সদের কর্ম বিরতি,,

,পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নার্স মিডওয়াইফদের দাবিগুলোর মধ্যে রয়েছে ,স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন। নার্সদের পরবর্তী উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন। অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।নার্স–মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন।শয্যা, রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স–মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা। কর্মসূচিতে নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার, নার্সিং ইনচার্জ শিল্পী খাতুন, নার্সিং ইনচার্জ ঝরনা বেগমসহ সকল সিনিয়র স্টাফ নার্স উপস্থিত ছিলেন। এ সময় নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, প্রয়োজন হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P