মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, দিনাজপুর অঞ্চল, দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মতিন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পঞ্চগড়। তিনি আধুনিক কৃষি পদ্ধতি, ধানের বিভিন্ন জাত এবং ফসলের কীটপতঙ্গ বিষয়ে উপস্থিত কৃষকদের সচেতন করেন।কংগ্রেসে সঞ্জয় দেবনাথ বলেন, “পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো এক ফসলি জমিতে অধিক উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষ, নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন নিশ্চিত করা।
স্বাগত বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাইম মোরশেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিমিম ইসলামGএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার রায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগণ উপস্তিত ছিলেন।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে উৎপাদন, ফসল ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।