Thursday, 29 January 2026, 05:22 PM

প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার আনুদানের চেক...

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে  বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে এইচডিএফসি, সাইনপাওয়ার লিমিটেড এর  কাছ থেকে   ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে   ২৪৩ টি চেক / পে- অর্ডার/ও ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার  ৩০৩  টাকার অনুদান গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান  উপস্থিত ছিলেন। 

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P