Thursday, 13 March 2025, 12:35 AM

প্রেমিকের গলা কেটে হত্যা, প্রেমিকা জখম

বিডি নীয়ালা নিউজ(১৩ই মার্চ১৬)হবিগঞ্জ প্রতিবেদনঃ   হবিগঞ্জ জেলার মাধবপুরে আশিক মিয়া (২২) নামের এক যুবক প্রেমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

একইসঙ্গে তার প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়।

শনিবার দিবাগত রাতে উপজেলার বাঘাসুরা পূর্বগ্রাম ইন্ডিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত আশিক কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে।

জানা যায়, রাতে স্থানীয় লোকজন বাঘাসুরা পূর্ব গ্রামের ইন্ডিয়াপাড়া এলাকার রফিক মিয়ার বসতঘরের পাশে আশিকের গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন একই স্থান থেকে রফিক মিয়ার মেয়ে প্রেমিকা রিমাকে পেটকাটা অবস্থায় উদ্ধার করেন। পরে খবর দেওয়া হলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ততক্ষণে রিমাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কে এম আজমিরুজ্জামান জানান, নিহত আশিকের সঙ্গে আহত রিমার প্রেম ছিল। প্রেম ঘটিত কারণে প্রেমিক আশিককে হত্যা করা হতে পারে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P