ডেস্ক রিপোর্টঃ পাঠকের প্রশ্ন: সমস্যাটি আমার এক বন্ধুর। ওর একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। এক সময়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু বয়স অনেক কম (ছেলের বয়স ২০ এবং মেয়ের ১৩ বছর হবে) বলে আইনত বিয়ে করা সম্ভব হয়নি। এলাকায় ঝামেলা যেন না হয় এজন্য বিয়ে ছাড়াই স্বামী স্ত্রীর পরিচয়েই তারা সংসার জীবন শুরু করে। এতে সহায়তা করেছে আমার বন্ধুটির এক মামাতো ভাই। সেসময় কোর্টে কোর্টম্যারেজের ব্যবস্থা করা হলেও শুধু কোর্টের রায় স্ট্যাম্পে দেয় কিন্তু কাবিন করা হয়নি। এমনকি কলেমা পড়েও বিয়ে হয়নি। পরবর্তীতে এক হুজুরের বাড়িতে বিয়ে দেয়া হলেও কোনো কাবিন করা হয় নাই। বর্তমানে বিভিন্ন কারণে তাদের মাঝে ঝগড়া হচ্ছে এবং মেয়ের পরিবার বলছে, ‘সংসার করলে করো নয়তো ছেড়ে দাও’। আমার প্রশ্ন হলো, ধর্মীয় দিক থেকে কী তাদের স্বামী স্ত্রী বলা যাবে?