Sunday, 22 December 2024, 09:14 AM

প্রথম সন্তানের বাবা হলেন সংগীত শিল্পী ফুয়াদ

বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)- বিনোদন ডেস্কঃ  জনপ্রিয় সংগীত শিল্পী ফুয়াদ আল মুক্তাদির প্রথম সন্তানের বাবা হলেন।


গত বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর স্ত্রী মায়া একটি নবজাতিকার জন্ম দেন। তাঁর নাম রাখা হয়েছে আজালিয়া। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। আর এই সুসংবাদটি পাওয়ার পর থেকেই ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী,সহকর্মী ও আত্মীয়-স্বজনরা। উল্লেখ্য, ২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে ফুয়াদের প্রথম পরিচয়। সেখান থেকেই ভালোলাগা ও প্রেম। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন মায়া।