বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদনঃ
তারিখ : ১ই এপ্রিল ২০১৬ শুক্রবার
আকাশ : দেশের আকাশ প্রায় সব স্থানে মেঘলা থাকতে পারে
তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতেপারে।
বৃষ্টি : দেশের প্রায় সকল অঞ্চল সহ রংপুর ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায় কালবৈশাখি ঝড় সহ বৃষ্টি বজ্র বৃষ্টি ও কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হতেপারে।
কুয়াশা প্রবাহ : বন্ধ আছে
কুয়াশা : গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তেপারে।
উজ্জ্বল সূর্যের আলো : নাও পাওয়া যেতে পারে।
দিন ও রাতের ভিতরে তাপমাত্রা তারতম্যের আধিক্য মোটামুটি বিরাজ করতেপারে।
বঙ্গপোসাগর : নিরাপদ আছে।।
মেঘের মিলনস্থল : রাজশাহি ও এর পার্শবর্তী এলাকায়
বাতাস বিযুক্তি স্থান :
ধোয়াশা প্রবাহ : স্বাভাবিক আছে
বজ্রপাত :
কালবৈশাখী :
কোয়াশা পয়েন্ট : +১৮°সে.
পশ্চিমা জেট বায়ু : সক্রিয় আছে
বৃষ্টি বলয় আসছে ২৭ শে মার্চ হতে ৪ ঠা এপ্রিল
ভূমিকম্প : আবার সম্বাবনা তৈরি হয়েছে।
ঘূর্ণিঝড় :
তাপপ্রবাহ : দিনের বেলায় হালকা আছে
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৫:৫৩ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬:১৫ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য : ১২ ঘন্টা ২১মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ২০.৩৫° দক্ষিণে।