মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ) : নওগাঁর পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ডে যানবাহন চলাচল স্বাভাবিক করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ। সোমবার ১২ জানুয়ারী সকাল ১০ টায় এই অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ জানান, নজিপুর বাসস্ট্যান্ডের প্রধান সড়কগুলো দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজনটসহ জনদূর্ভোগের সৃষ্টি করা হয়েছে। গত শনিবার মাইকিং করে জানানো হয়েছে অভিযানের কথা। আজকের এই উচ্ছেদ অভিযানের ফলে যানজনমুক্ত চলাচল করবে সকল যানবাহন, শিক্ষার্থী , সাধারণ পথচারীদের জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।