Friday, 02 May 2025, 06:23 PM

রাবি উপাচার্যের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চন্দনা কর্মকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির ব্যবস্থা রেখেছে। রাবিও এই সুবিধার অংশীদার হতে যাচ্ছে।


বুধবার (২৯ জানুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ সময় হাইকমিশনার আরও জানান, রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহের বিষয়েও অবহিত করেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করা হয়। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন। পরে তিনি রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।


মতবিনিময় সভায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ, সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাবির পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নাসির উদ্দিন ও অধ্যাপক মো. শামিউল ইসলাম।


এছাড়া ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P