Monday, 05 May 2025, 09:10 PM

রাবিতে ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ (বি ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এই পরীক্ষা।


সরেজমিনে দেখা যায়, রাজশাহী কেন্দ্রে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রাজশাহীর আশেপাশে জেলা থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমান।


পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় তাদের সময় এবং ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে, অনেকেই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি পার করে নিজের স্বপ্ন পূরণের ১ম ধাপে পা রাখার অনুভূতি  প্রকাশ ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে কিছুটা অসুবিধার কথা জানান।


পরীক্ষা দিতে আসা নুসরাত জাহান নামে ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। তাই আমার কেন্দ্রে এসে কিছুটা নার্ভাস লেগেছিল। এখানে এসে অনেক কিছু শিখেছি, বিশেষ করে নিজের আত্মবিশ্বাসের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলা। পরীক্ষার কিছু প্রশ্ন কঠিন হলেও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। "


ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক সেলিম উদ্দিন বলেন, "আমার সন্তান অনেক পরিশ্রম করেছে, আজ তার সেই পরিশ্রমের ফল দেখার দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেলে তার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। আমি তার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখি এবং মনে করি সে নিজের স্বপ্ন পূরণ করবে। যদি চান্স না পায়, তাও তার প্রতি আমার  সমর্থন একটুও কমবে না এবং আমি আমি সন্তানের পাশে সবসময় আছি।"


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহীতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। পরীক্ষার্থীদের জন্য পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করা হয়েছে।”


এছাড়াও, রাজশাহী কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাবির বিভিন্ন সেবামূলক সংগঠনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিরাপত্তা ছিল।

পুতুল কর্মকার

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P