Monday, 14 April 2025, 01:16 PM

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- ঢাকা  প্রতিনিধি:  রাজধানীর মিরপুরে মাহমুদা বেগম (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১২টার দিকে মিরপুর ১৪নং পুলিশ লাইনের পাশে ৬ তলা বাড়ির ৫ তলায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর বাড়ি কুড়িগ্রামের বুড়িঙ্গামারিতে।


নিহতের স্বামী জহির উদ্দিন জানান, তার মাথায় একটু সমস্যা আছে। এছাড়া বাড়ির পাশে কয়েকজন ছেলে তাকে উত্ত্যক্ত করে। এ কারণে সে লজ্জায় নিজেই বটি দিয়ে গলায় কোপ নেয়।


ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P