Thursday, 29 January 2026, 05:07 PM

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সলঙ্গার মেহেদী হাসান...

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের কৃতী সন্তান আব্দুস সাত্তারের পুত্র ও সলঙ্গার নাইমুড়ী কিষান উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ বি.এল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।মোট ১২টি ক্যাটাগরিতে নম্বর প্রদানের মাধ্যমে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষককে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি। এ প্রতিযোগিতায় মেহেদী হাসান ১০০ নম্বরের মধ্যে ৯১ নম্বর অর্জন করে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৫ জানুয়ারি ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হওয়ার গৌরব অর্জন করেন। শিক্ষাজীবনে মেহেদী হাসানের রয়েছে উজ্জ্বল একাডেমিক রেকর্ড। তিনি ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক এবং ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ২০১৮ সালে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণীতে পেশাগত ডিগ্রি বি.এড সম্পন্ন করেন।তার এই অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন,সহকর্মী,প্রাক্তন শিক্ষার্থী ও সলঙ্গাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য কামনা করছেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P