Friday, 05 December 2025, 02:08 PM

রাজশাহীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য  মো. সাকিবকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর কোম্পানির একটি দল। 

আজ বুধবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল জানতে পারে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য সাকিব রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে অবস্থান করছে। বিষয়টি জানার পরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, সাকিব এন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে অজ্ঞাত ব্যক্তিদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করতো। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করতো। তার নামে ঢাকার পল্টন থানায় মামলা রয়েছে। আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P