Tuesday, 06 May 2025, 07:59 PM

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষন...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই। এটি দেশে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর এর দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপির সকল নেতা কর্মীদের। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকারের সভাপতিত্বে ২৩ এপ্রিল বুধবার দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কেননা আমরা দেশের প্রায় ২০ কোটি মানুষের সাথে ওয়াদাবদ্ধ।


নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে সবাইকে পরিশ্রম করতে হবে। কোন এক অদৃশ্য অপশক্তির বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা জনবিরোধী কাজ চাঁদা বাজি, দখল বানিজ্য ও জনসাধারনকে কষ্ট দিবে তাদের দল থেকে সরিয়ে দিতে হবে এবং ফ্যাসিষ্ট সরকারের দ্বারা জেল জুলুমের শিকার হয়েছে এমন নেতা কর্মীদের মুল্যায়ন করতে হবে।  তা না হলে ৩১ দফা দাবি আদায়ে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। পরে তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের প্রশ্ন শুনে পর্যায়ক্রমে উত্তর দেন।


এইদিন বিএনপির চেয়ারপার্সন খালেদ  জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন বেলা ১১টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।


কর্মশালার উদ্বোধনকালে উপদেষ্টা বেবি নাজনীন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। কিন্তু এখন বলছেন জনগন যদি ডিসেম্বরে নির্বাচন চায় তাহলে তাই হবে বলে তালবাহানা করছেন।


বেবি নাজনীন আরো বলেন, ভোটের অধিকার আদায়ে বিএনপি দীর্ঘ ১৬ টা বছর ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে  আন্দোলন করেছে। এরই অংশ হিসেবে ৫ আগষ্ট বিএনপির নেতৃত্বে ছাত্র জনতা একসাথে আন্দোলন করে ফ্যাসিষ্ট সরকার আওয়ামী লীগকে উৎখাত করেছে। এখন আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। তিনি বলেন  ৩১ দফা বিএনপির একার নয়। দেশের সর্বস্তরের মানুষের। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নাই বলে জানান তিনি। 


প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ড,মাহাদি আমিন,কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক এবিএম মোসারফ, প্রযুক্তি গন শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রেহান আক্তার রানু,কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম ও রংপুর বিএনপির সহ


সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার,সাধারণ সম্পাদক শেখ বাবলু সহ পৌর, উপজেলা ও জেলা বিএনপির ৩শতাধিক নেতারা কর্মী ৷

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের মাধ্যমে বিকেলে শেষ হয় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P