Friday, 05 December 2025, 12:01 PM

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২

রাশিয়া গত রাতে পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায়  কমপক্ষে ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে খারকিভের গভর্নর এ তথ্য জানিয়েছেন।


এটি রাশিয়ার তিন দিনের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে তৃতীয়বার হামলা।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


মস্কো সম্প্রতি কয়েক মাস ধরে প্রতিদিন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করছে। রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানে আঘাত করছে।


খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, রাশিয়ার রাতের হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশু এবং ১৮ বছর বয়সী মেয়ে রয়েছে।


তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৯ বছর এবং ১৩ বছর বয়সী দুই কিশোরীসহ  ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি বলেন, রাশিয়া খারকিভ শহরে, স্লোবিডস্কি জেলা এবং অসনোভিয়ানস্কিতে ১১টি ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া হামলার ফলে নয় তলা ভবনে আগুন লেগে যায়। হামলায় গাড়ি, গ্যারেজ এবং একটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।


আঞ্চলিক জরুরি পরিষেবার মুখপাত্র ইয়েভগেন ভ্যাসিলেনকোর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিল্ন জানিয়েছে, রাশিয়ার হামলায় ওই জেলাগুলোতে চারটি স্থানে অগ্নিকাণ্ড ঘটে।


ভ্যাসিলেনকো জানান, উদ্ধারকারীরা এবং পুলিশ একটি উঁচু ভবন থেকে তিন শিশুসহ ৪৮ জনকে উদ্ধার করেছে।


২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অক্টোবর মাসে মস্কো ইউক্রেনের গ্যাস স্থাপনাগুলোর ওপর সবচেয়ে বড় এবং ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


আরেকটি কঠিন শীতের মুখোমুখি এবং শান্তি আলোচনার কোনও লক্ষণ না থাকায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে তার সেনাবাহিনী এবং জ্বালানি অবকাঠামোর জন্য সমর্থন আদায়ের জন্য ইউরোপ সফরে রয়েছেন

BSSN

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P