Thursday, 29 January 2026, 05:21 PM

রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা

নিজস্ব প্রতিবেদকঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

 অভিযোগে কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।


ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, গতকাল থানায় সালিশ চলাকালীন সময়ে অভিযোগকারীগণ থানা থেকে রাত আনুমানিক আটটার দিক উক্ত ক্রয়কৃত জমির উপরে এসে বাঁশের বেড়ার পরিবর্তে এবার ইট দিয়ে ওয়াল দিয়েছে।


তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে।

আমি এর সুষ্ঠু বিচার চাই।”


এ বিষয়ে স্থানীয় বাশিন্দা মোছাঃ মঞ্জিলা বেগম বলেন, "গত(২১/১২/২৫ইং) রাতে আমরা শুনলাম অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তিগণ সবাই থানা গেছে থানা থেকে অভিযুক্ত ব্যক্তিরা এসে রাতারাত ইট দিয়ে প্রাচীর দিল আমরা হতবাক হয়ে গেলাম তারা থানাকেও মারন না আবার বাড়ির মধ্যে বিচার সালিশ হল সেটাও মানল না এটা কিভাবে সম্ভব।"


স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P