Friday, 11 April 2025, 11:12 AM

রায়গঞ্জে ধুবিল ইউনিয়নে ভিজিএফ'র চাল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলার

ধুবিল ইউনিয়ন পরিষদে ঈদুল  ফিতর উপলক্ষে হত-দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০৮টি বস্তার ১০ কেজি করে চাউল ২ হাজার ৫শ’ ৪০ টি পরিবারে মাঝে বিতরণ করা হয়।


উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,


ধুবিল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও  রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, ইউনিয়ন পরিষদের  সচিব স্বপন কুমার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরনবী সরকার, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P