Thursday, 02 January 2025, 08:43 PM

রেড চিলি ও কাচ্চি হেভেনের লটারী ৩১ ডিসেম্বর

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দেশের অন্যতম বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে সুপরিচিত রেড চিলি ও কাচ্চি হেভেনের লটারী আগামী ৩১ ডিসেম্বর  রাত সাড়ে ৯টায় সৈয়দপুর প্লাজায় অনুষ্ঠিত হইবে ৷



রেড চিলি কয়েক বছর ধরে সুনামের সহিত ব্যবসা করে আসছে ৷ প্রায় ১বছর আগে শহরের চৌধুরী টাওয়ার প্রবেশ মুখে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে কাচ্চি হেভেন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয় । শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কাচ্চি হেভেনের নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম মিঠু এর উদ্ধোধন করেন।

দূটি প্রতিষ্ঠান ব্যাপক সুনাম অর্জন করেছে ৷


গ্রাহকদের মন জয় করতে ও আরো সুনাম অর্জন এবং সুনাম আকর্ষনীয় করতে এবার  লটারীর ব্যবস্থা করেছেন ৷ লটারীর ১ম পুরস্কার

একটি মোটরসাইকেল,এলইডি টিভি,ফোনসহ আকর্ষনীয় ১০০টি পুরস্কার ৷ এর আগে সৈয়দপুরে কোন ব্যবসা প্রতিষ্ঠানে লটারীর মাধ্যমে এতগুলো পুরস্কারের ঘোষণা কেউ দেইনি ৷ এটাই প্রথম ৷

 

মিঠু বলেন,ব্যবসা করছি লাভ লজ বুবিঝা না ৷ মানুষের সেবা করতে পারছি এবং কিছু বেকার লোকের কর্মসংস্থান করতে পারছি এতেই আমি খুশি ৷ আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চাই ৷ এজন্য সকলের সহযোগিতা ৷

উক্ত কাচ্চি হেভেনে বিভিন্ন ধরনের বিরিয়ানিসহ উন্নত মানের ফাষ্ট ফুড পাওয়া যাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার ও পার্সেলের ব্যবস্থা আছে ‌৷