Friday, 04 April 2025, 06:23 PM

রেকর্ড ৩১ ছক্কার ম্যাচ দেখলো বিপিএল

সিলেট পর্বে রেকর্ড সংখ্যক ছক্কা দিয়ে শুরু হলো বিপিএল। আজ সোমবার সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ৩১টি ছক্কা। সিলেটের ছক্কা ১৬টি, রংপুরের ১৫টি।

শুরুতে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স তুললো ২০৫ রান। হাফ সেঞ্চুরি পেলেন রনি তালুকদার ও জাকির হাসান। শেষটা দারুণ করলেন অ্যারন জোন্স ও জাকের আলী। কিন্তু তাদের ওই রান যথেষ্ট হয়নি একদমই। অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে ৮ উইকেটে ১ ওভার বাকি থাকতেই জয় পায় রংপুর রাইডার্স।  

এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যা বিপিএলে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪) ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪-২৫) ম্যাচে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় সিলেট স্ট্রাইকার্স। ১২ বলে ১৮ রান করে জর্জ মানসি ফিরলে এই জুটি ভেঙে যায়। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে সিলেট।  

হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার রনি তালুকদার। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করে মাহেদী হাসানের বলে এলবিডব্লিউ হন তিনি। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ২৩ বলে ৪১ রানের জুটি গড়েছিলেন ডানহাতি এই ওপেনার।  

পরে ৪ ছক্কার ইনিংসে ৩৮ বলে ৫০ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন জাকির। সিলেটের হয়ে শেষটা দারুণ করেন অ্যারন জোন্স ও জাকের আলী। ১৯ বলে ১ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ৫ বলের তিনটিই ছক্কা হাঁকিয়ে জাকের করেন ২০ রান। 

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। আগের ম্যাচে বিপিএলে অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ব্যর্থ হন আরও একবার। ৫ বলে শূন্য রানে তানজিম হাসান সাকিবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে আউট হন তিনি।  

এরপর বড় জুটি গড়েন হেলস ও সাইফ হাসান। ১০১ বলে ১৮৬ রানের জুটিতে ম্যাচ একদম মুঠোয় নিয়ে আসেন তারা। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ। 

তবে হেলস শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।  

PRA/N 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P