জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিব কারখানা আধুনিকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ দেশের গুরুত্বপূর্ণ রেল পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এই কারখানাগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে । সেই সঙ্গে উৎপাদন বাড়াতে প্রয়োজনে বিদেশ থেকে কাচামাল আমদানি করা হবে ।
আজ বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তবর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
তিনি বলেন, এই কারখানায় শুধু কোচ সংস্কার নয়, নতুন কোচ তৈরীরও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কারখানার ভিতরে আরেকটি উপকারখানা নির্মানের প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। এ প্রকল্পটি চুড়ান্তভাবে অনুমোদন পেলে নতুন করে কোচ অ্যাসেম্বল করা হবে ।
তিনি আরও বলেন, এই কারখানায় মাত্র ২৫ শতাংশ জনবল নিয়ে ভালো আউটটার্ন দিচ্ছে। দক্ষ জনবল নিয়োগ দিলে এর সক্ষমতা আরও বাড়বে। এসময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন চট্রগ্রাম পূর্ব মহাব্যবস্হাপক সুবক্তগীনসহ রেলওয়ের উর্ধ্বতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।