Friday, 25 July 2025, 11:16 AM

রংপুরে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)-রংপুর প্রতিনিধিঃ  রংপুর বিভাগের ১৭ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে রংপুর টাউন হলে তাদের শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত।   অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) কাজী হাসান আহমেদ জানান, রংপুর বিভাগের ২২টি পৌরসভার মধ্যে গত বছরের ৩০ ডিসেম্বর ২০টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৭টি পৌরসভায় নির্বাচিতদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেজেট পাওয়া গেছে। যে কারণে এই সতেরটি পৌরসভার নির্বাচিত মেয়র এবং ২০৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ পাঠ করানো হয়। পরবর্তীতে গেজেট প্রকাশ করা হলে অপর তিনটি পৌরসভার নির্বাচিতদের শপথ করানো হবে।   শপথ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীলসহ আট জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P