Thursday, 29 January 2026, 11:22 PM

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে...


কাওছার হামিদ:

 রংপুরের তারাগঞ্জ  রাতের আঁধারে এক  মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নৃশংসভাবে ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  রোববার (৭ ডিসেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের  রহিমাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৬৮) ও তার স্ত্রী সুর্বণা রায় (৫৫)।


পুলিশ জানায়, শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে প্রথমে মুক্তিযোদ্ধা স্বামীকে এবং পরে তার স্ত্রীকে হত্যা করে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাশের বাড়ির লোকজন তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে রান্না ঘরে  যোগেশ চন্দ্র রায়ের এবং  সুর্বণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এলাকাবাসী জানান, নিহত যোগেশ চন্দ্র রায় ছিলেন একজন ন্যায়পরায়ন শিক্ষক। তিনি ২০১৭ সালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। তার দুই ছেলে-বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশের দায়িত্বে কর্মরত। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই দুজনেই একান্ত জীবন যাপন করতেন।


বিষয়টি নিশ্চিত করে বলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহাম্মেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে দু’জনকে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করছে।



// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P