Sunday, 22 December 2024, 02:29 PM

সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান বাবুল আর নেই

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান বাবুল (৬০) আর নেই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাত সাড়ে তিনটার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আসাদুর রহমান বাবুল কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান আদেল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী শাহ্ পাইলট, কিশোরগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এসরারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, কিশোরগঞ্জ জাপার সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ফজলার রহমান, কিশোরগঞ্জ প্রেস ক্লাব আহবায়ক আবু হাসান শেখ ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।