Sunday, 22 December 2024, 07:05 PM

সাদিয়া আক্তার সূভার শুভ জন্মদিন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  মোঃ সাজাদুজ্জামান মিঠু ও মোছাঃ রুখসেনা নাসরীন রেখার মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার সূভার গত ২৩ মার্চ বৃহস্পতিবার শুভ জন্মদিন অনুষ্ঠিত হয় ।


সাজানো ড্রয়িংরুম, হরেক রঙের আলোয় আলোকিত, হাসিখুশি অনেক মুখের ভীড় ও প্রচুর উপহার। এভাবেই  উৎযাপিত হয় সাদিয়ার জন্মদিন।


জন্মদিন উপলক্ষে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দাদু, নানা, মামা, কাকু এবং আরও অনেকে। তার জন্মদিনে উপস্থিত ছিলেন বিডি নীয়ালা নিউজের সম্পাদক মোঃ মাহফুজার রহমান মণ্ডল ও রেডিও চমকের ম্যানেজিং ডিরেক্টর রাহুল রাজ। তার জন্ম দিনে সকলেই সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।