গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সন্মাননা স্বারক তুলে দেন বাংলা একাডেমির উপ পরিচালক বিশিষ্ট গবেষক ড: শাহেদ মুন্তাজ , সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন ও কবি বাবুল আনোয়ারসহ প্রমুখ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টইটই পত্রিকার প্রধান সম্পাদক আজহারুল ইসলাম আল আজাদ সঞ্চালনা করেন টি মনি খান রিনু।
টইটই প্রকাশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সারাদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যিক ও সাহিত্যগণ অংশ গ্রহণ করেন । মণ্ডল কবিতা ছাড়াও গল্প, উপন্যাস ও বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদকীয় রচনা করেন। তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুনিজন সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা গ্রহণ করেছেন।
উপস্থিত সকলের মাঝে তিনি স্বরচিত একটা কবিতা পাঠ করেন। টইটই প্রকাশনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন- ২০২৪ সফল ভাবে সম্পন্ন হয়েছে ও প্রকাশনের স্বত্বাধিকারী সাহেদ বিপ্লবের জন্য রইল শুভকামনা ও অভিনন্দন জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
এই সম্মেলন সফল করতে দেশের বিভিন্ন জেলার লেখক সাহিত্যিক প্রকাশক সাংবাদিক অতিথিবৃন্দসহ যারা উপস্থিত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে সভাপতি ইতি টানেন।
2 Comments