বিডি নীয়ালা নিউজ(১৭ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ বলিউডে সানি লিওনকে নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনার অন্ত নেই। তবে আলোচনায় থাকা স্বত্বেও প্রতিনিয়ত নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে শীর্ষেই থাকছেন তিনি।
বছরের শুরুতেই আমির খানের সমর্থন পেয়েছেন সানি। এমনকি আমির এই অভিনেত্রীর সঙ্গে সিনেমা করার আগ্রহ পর্যন্ত দেখিয়েছেন।
এখন শোনা যাচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে পর্দা শেয়ার করতে চাইছেন সানি। থেকে জানা গেছে, শাহরুখের আসন্ন ছবি ‘রইস’-এ একটি আইটেম গানে অংশ নিতে যাচ্ছেন সাবেক পর্ন তারকা।
এই গানে নাকি শাহরুখও কোমর দোলাবেন সানির সঙ্গে।
সানি অভিনীত ‘জ্যাকপট’ ছবির প্রিমিয়ারে শাহরুখ বলেছিলেন, ‘সিনেমায় আমার পছন্দে কোন অভিনেত্রী নেয়া হয় না। এটি নির্মাতাদের কাজ। তবে যদি কখনও সানির সঙ্গে কাজ করার সুযোগ পাই, আমি খুশি মনে রাজি হব। আমার মতে সানি অসাধারণ অভিনেত্রী।’
তবে এই প্রসঙ্গে সানির স্বামী ও ম্যানেজার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি।