Thursday, 09 January 2025, 01:54 AM

শাহরুখের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন আপনিও

বিডি নীয়ালা নিউজ(২৪জানুয়ারি১৬)- বিনোদন ডেস্কঃ  বলিউডের কিং খান শাহরুখ সব সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের সিনেমার খবর থেকে শুরু করে ব্যক্তিগত ছবিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এবার সেই যোগাযোগ আরও জীবন্ত হতে চলেছে।


জানা গেছে, ‘ফেম’ নামে একটি ভিডিও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভিডিও চ্যাটের মাধ্যমে ভক্তদের আরও কাছাকাছি আসতে যাচ্ছেন শাহরুখ। বলিউড বাদশাহ শাহরুখের মতে, ভক্তদের কারণেই তিনি আজ খ্যাতির শীর্ষে পৌঁছেছেন। তারাই তাঁকে দিয়েছে বলিউডের বাদশাহর খেতাব। সেই কারণে ভক্তদের সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ রাখেন শাহরুখ খান। প্রতি বারের মতো এবারেও তিনি উত্তর দেবেন ভক্তদের অফুরন্ত প্রশ্নের। ভাগ করে নেবেন ভক্তদের সঙ্গে তাঁর জীবনদর্শন। তাঁদের সঙ্গে কথা বলবেন। তাঁদের কথা শুনবেনও।