Sunday, 22 December 2024, 09:33 AM

সাকিবকে রেখে দিল শাহরুখ খান

বিডি নীয়ালা নিউজ(১জানুয়ারি১৬)-অনলাইন প্রতিবেদন: আইপিএলে ২০১৬ মৌসুমের জন্যও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল বৃহস্পতিবার ছিল আগামী মৌসুমের দল নির্বাচনের শেষ দিন। এদিন নতুন মৌসুমের খেলোয়াড় ছেড়ে দেয়া ও রেখে দেয়ার তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ।

সাকিবসহ ১৫ ক্রিকেটারকে ধরে রেখেছে বলিউডের কিং খান খ্যাত শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। রেখে দেয়া বিদেশী ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ব্রাড হজ, ক্রিস লিন, মর্নে মরকেল ও সুনিল নারিন।

বাকি ১০ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। এদের মধ্যে বিদেশী ক্রিকেটার হলেন- প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাট, জেমস নিশাম, আজহার মাহমুদ ও জোহান বোথা।

আইপিএলে সাকিবের অভিষেক ২০১১ মৌসুমে। অভিষেকের পর থেকেই টাইগার এই অলরাউন্ডার ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। কলকাতার দুইবার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।