Friday, 11 April 2025, 11:23 AM

সাকিবকে স্বাগত জানালেন শাহরুখ খান নিজেই

বিডি নীয়ালা নিউজ(৭ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ সপ্রতি শেষ হল টি২০  বিশ্বকাপ। ক্রিকেট বিশ্ব এবার ঢুকে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও যে এতে খেলছে বিশ্বের নামকরা সব ক্রিকেটার।

ডে ইডেনে গত রবিবারই হয়ে গেলো বিশ্বকাপের ম্যাচ আজ সেখানে ‘কেকেআর…কেকেআর’ রব। দলের সাথে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আর বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আর তাকে খোদ কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খান উষ্ণ অভ্যর্থনা নিয়ে বরণ করে নেন। আসলে শাহরুখ খানের পুরো মনোযোগ এখন এই আইপিএলে।

মঙ্গলবার রাতে কলকাতা শহরে পৌঁছান সাকিব। বুধবার বিকেলে তিনিও যোগ দিলেন নাইটদের প্র্যাকটিসে। প্র্যাকটিসে আসার আগে হোটেলে একটি মিটিংও সেরে নেন নাইটদের নতুন কোচ জ্যাক কালিস। সঙ্গে ছিলেন সহকারী কোচ, সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান সাইমন কাটিচ।

এবারের মৌসুমের সাকিবদের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ; যে ভেন্যুতে ক’দিন আগেই হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P