Sunday, 22 December 2024, 07:42 AM

সালমানকে খানকে হত্যার হুমকি !

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-বিনোদন ডেস্কঃ  দীর্ঘ মামলার ঝক্কি পেরিয়েছেন সালমান খান। একটার পর একটা মামলা, নতুন নতুন অভিযোগ লেগেই রয়েছে এই তারকার পেছনে।


এবারে জীবননাশের হুমকি পেয়েছেন বলিউডের এ সময়ের সফলতম এই তারকা।


এ কথা বলার অপেক্ষা রাখে না, এই ফোনকলটি ছিল পুরোই উড়ো। কে বা কারা এই ফোনের পেছনে ছিল, তা এখনো জানা যায়নি। তবে শঙ্কার বিষয়টি এখানেই, ফোনকলটি করা হয়েছিল রীতিমতো পুলিশ কন্ট্রোল রুমে! মুম্বাই পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমে গেল সপ্তাহে ফোন করে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়।


এরই মধ্যে ফোনটি কোন স্থান থেকে করা হয়েছে, সে জায়গা নাকি খুঁজে বের করেছে মুম্বাই পুলিশ। তবে কে বা কারা এই ফোন করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি।


সালমান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা অভিযোগ অবশ্য এখনো করা হয়নি। তবে পুলিশ নাকি বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে। হাজার হোক, ‘ভাইজানে’র নিরাপত্তা বলে কথা!