নিজস্ব প্রতিবেদক : দৈনিক দাবানল পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি এবং সূর্যের আলো সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাওছার হামিদের মাতা মরহুম জেলেখা বেগমের ৬ষ্ট তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল রবিবার কিশোরগঞ্জ উপলোর মাগুড়া বাসষ্ট্যান্ড মিঞা পাড়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক যুগের আলো পত্র লেখক পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক এম.এ হেলাল, মৌলভী আবু সালেহ, সহির উদ্দিন, সাংবাদিক কাওছার হামিদের ছেলে কায়দে আজম রানা হামিদ। মোনাজাতে মরহুমার বিদায়ী আতœার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাগুড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের মুয়াজ্জিন এনদাদুল হক।