কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) কলম হউক সমাজ সংস্কারের হাতির বল্লেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, তিনি আরো বলেন কিশোরগঞ্জ উপজেলাকে গ্রীণ ও ক্লিন উপজেলা হিসেবে গড়তে চাই এ লক্ষে কিশোরগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) আয়োজনে কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, দৈনিক আজকালের খবর ও দৈনিক দাবনল পত্রিকার কিশোরগঞ্জ নিজস্ব প্রতিবেদক কাওছার হামিদ, দৈনিক যুগন্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,দৈনিক যুগের আলো পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম শাকীর, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি শাকিল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজ সংস্কারের হাতিয়ার, আমি আপনাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। তিনি আরো বলেন আমি কিশোরগঞ্জ উপজেলাকে গ্রীন ও ক্লিন উপজেলা হিসেবে গড়তে চাই। কিশোরগঞ্জ উপজেলার উন্নয়নে কিশোরগঞ্জ বাজারের প্রত্যেকটি সড়কে যানজটমুক্ত করতে ইতঃপূর্বে কার্যক্রম শুরু করা হয়েছে। খুব শীঘ্রই যেন সড়ক প্রশস্ত করা হয় সেজন্য সড়ক ভবনের কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের উপস্থিতি শিক্ষা,চিকিৎসা ও কৃষি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়কের দুই কিনারে সবুজ সড়ক গড়তে তালগাছের চারা রোপন করা হয়েছে। এ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়তে খুব শীঘ্রই কার্যক্রম শুরু করা হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।