জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নাবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। রোববার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। সকলে সহযোগিতা করলে এটা সম্ভব’। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক হাসান রাব্বী প্রধান, মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, এবিএম ফয়জুল ইসলাম, ফারুক আহমেদ, নীলফামারী থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ। পুলিশ সুপার হিসেবে নীলফামারীতে গতকাল শনিবার যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম পিপিএম। এরআগে তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।