Sunday, 22 December 2024, 01:55 PM

শান্তিলতা রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দিলীপ রায়ের মা শান্তিলতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শান্তিলতা রায় গত শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় নিজ বাড়িতে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ১০৮।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও শান্তিলতা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বি/এস/এস/এন