Friday, 05 December 2025, 02:02 PM

শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষককে ঢাকায় লাঠিপেটা করার অপরাধে জয়পুরহাটে...

 মোঃ আমজাদ হোসেন:  জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণীকক্ষে পাঠদান ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে।  মঙ্গলবার (১৪ অক্টোবর)  কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ব্যানারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জোটবদ্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁরা প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কমসূচী পালন করেন। 


তাদের দাবী, প্রাণপ্রিয় শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালিন সময়ে শিক্ষককে লাঠিপেটা করা কেন হলো। দ্রুত তাদের দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। 


মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য দেন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিমসহ অন্যরা।   


হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের যারা আমাদের ওপর লাঠিচার্জ করেছেন, তারাও কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই শিক্ষা অর্জন করেছেন। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। তিনি আরও বলেন, যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই সাথে এমপিও ভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি দ্রত প্রজ্ঞাপন জারি করতে হবে।’ 


পরে শিক্ষকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P