বিনোদন ডেস্কঃ সাত পাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী।
শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ঘটা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর জি নিউজের।এদিন লাল বেনারসি, স্বর্ণের গহনা, গলায় ফুলের মালায় চিরাচরিত বাঙালি বধূর সাজে ধরা দেন শুভশ্রী। আর সাদা ধূতি পরেই বিয়ের পিঁড়িতে বসেন রাজ। সিঁথিতে সিঁদুর, শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল সবই হয়।
তবে, এদিন রাজ-শুভশ্রীর বিয়ের অনুষ্ঠানে টলিপাড়ার তারকাদের তেমন উপস্থিতি দেখা মেলেনি। বিয়েতে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
B/D/P/N.