আন্তর্জাতিক রিপোর্টঃ উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী মিয়া এবং নিবেদিত প্রাণ জ্যাজ সঙ্গীতশিল্পী সেবাস্টিয়ানের প্রেমের গল্প লা লা ল্যান্ড।তারা এমন এক শহরে নিজের স্বপ্ন পূরণের আশায় মশগুল, যে শহরটি আশা এবং হৃদয় ভেঙ্গে দেবার জন্য সুপরিচিত।
এমা স্টোন আর রায়ান গসলিং অভিনীত এবং ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত এই মিউজিক্যাল চলচ্চিত্র এবার ঝুলিতে পুরেছে সাতটি গোল্ডেন গ্লোব। সাতটি বিভাগেই মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্রটি।
মিজ স্টোন এবং মি. গসলিং তাদের অভিনয়ের জন্য পুরস্কার তো পেয়েছেনই, সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন মি. শ্যাজেল। বলা হয় অস্কার পাবে কোন ছবি তার দিক নির্দেশনা পাওয়া যায় গোল্ডেন গ্লোব থেকে। লস অ্যাঞ্জেলসের ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিছুক্ষণ আগেও চলছিল।
সেরা ড্রামা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুনলাইট। ম্যাঞ্চেস্টার বাই দ্য সি’তে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। ফরাসি চলচ্চিত্র এলে’তে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ইসাবেল হুপার্ট।
বি/বি/সি/এন