Friday, 05 December 2025, 04:53 PM

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধিঃ সামাজিক-আর্থিক উন্নয়ন, গ্রীন-ক্লিন উপজেলা গঠনে উপজেলা প্রশাসন স্থানীয় মূলস্রোতধারার সাংবাদিকগণের সাথে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতবিনিময় সভা করেছেন।


সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, আপনারা সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের শক্তি ও সহযোগিতায় সামাজিক-আর্থিক, গ্রীন-ক্লিন উপজেলা হিসেবে বিশে^ পরিচিত করা হবে কিশোরগঞ্জ উপজেলাকে। তিনি উপজেলা প্রশাসনের কাজের পজেটিভ দিক তুলে ধরার ও নেগেটিভ দিকগুলোর সমালোচনার আহবান জানিয়ে বলেন, সামাজিক অন্যায়, অবিচার, বাল্যবিবাহ, মাদক, সামাজিক সকল অবক্ষয়মুক্ত হবে কিশোরগঞ্জ। আমরা টিম কিশোরগঞ্জ হয়ে কাজ করে কিশোরগঞ্জকে দেশব্যাপি তুলে ধরি।


মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করে।


সভায় কিশোরগঞ্জের সকল বিষয়ে উন্নয়ন ভাবনা মতামত আহবান করা হয়। মতামত প্রদান করেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কাস্তে, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক আহসানুল হক চন্দন, সদস্য সচিব শামসুজ্জামান সুমন, দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি বিপিএম জয় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এসআই কাজী রিপন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। পরে তিনি বর্ষাকালীন শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে ছাতা গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেন। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P