Sunday, 22 December 2024, 07:00 PM

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবি, ছড়াকার, কলাম লেখক...

                                                                                                      শুভেচ্ছা বানী


বৈশ্বিক মহামারী চলমান, মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে শত শত মানূষের নাম। পরিচিত, অপরিচিত বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে এ পর্যন্ত যুক্ত হয়েছে অনেক লেখক বা সাহিত্যিক এর নাম। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এই দুর্যোগকালীন সময়েও আসে উৎসব, আসে ঈদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।


আবু হানিফ জাকারিয়া

কবি, ছড়াকার, কলাম লেখক। রংপুর।