শুভেচ্ছা বানী ছড়ায় ছড়ায়
নতুন হাসি
.………………..শাহজাহান মোহাম্মদ
বছর শেষে মিষ্টি হাসি
থাকুক সবার মুখে
তোমার হাসি দাও ছড়িয়ে
নতুন দিনের সুখে।
…… দাও বাড়িয়ে হাত
শাহজাহান মোহাম্মদ ভুল করেছি,
বিপথগামী কাঁদছি দিন রাত
হে দয়াময় মালিক তুমি
দাও বাড়িয়ে হাত।