Monday, 10 March 2025, 03:19 AM

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবি শেখ শফিকুল ইসলাম

” শুভেচ্ছা বানী”

প্রিয় কবি, লেখক, পাঠক, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও বন্ধু বান্ধব কে জানাই পবিত্র ঈদ-উল- আযহার শুভেচ্ছা। এবারের ঈদ সকলের জন্য বয়ে নিয়ে আসুক সুখি, সমৃদ্ধি, শান্তিপূর্ণ ও দীর্ঘায়ু সুস্থ জীবন। করোনামুক্ত সুন্দর এক নতুন পৃথিবীর প্রত্যাশায় আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি।

শেখ শফিকুল ইসলাম, কবি ও লেখক

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P