Thursday, 29 January 2026, 05:10 PM

শীতার্ত মানুষের মাঝে যুবকের কম্বল বিতরণ



জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ (কম্বল) করেছেন এক যুবক ৷


আজ রোববার ১৮ জানুয়ারী কামারপুকুর ইউনিয়নের ২ নংওয়ার্ড সরকারপাড়া গ্রামের মরহুম মনছুর আলী সরকারের ছেলে মোজাহারুল ইসলাম সরকারের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয় ৷ ওই ওয়ার্ড এর বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ৷ এসময় তাঁর সাথে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বড় ভাই নাজমুল হুদা সরকার ও ভাতিজা মাওলানা মো.মুক্তি রাসেল আহমেদ ৷ শুরুতে বিশেষ মোনাজাত করা হয় ৷

 

প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই শীতে কম্বলটি তাদের খুব উপকারে আসবে।


মোজাহারুল ইসলাম সরকার বলেন,আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৷ আমি আমার সাধ্যমত যতটুকু পেরেছি অসহায় মানুষের মাঝে দাড়িয়েছি ৷ আমার ইচ্ছা মানুষের সেবা করা ৷ 

সেই ইচ্ছা থেকে আজকের এই কম্বল বিতরণ ৷

তিনি অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের আহবান জানান ৷

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P