Thursday, 29 January 2026, 09:19 PM

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মামুনুর রশিদ মাজু

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মামুনুর রশিদ মাজু। দাতা সংস্থা ও স্বচ্ছল ব্যক্তিদের সহায়তায় গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। উত্তরের হিমেল বাতাস ও তীব্র শীতের মধ্যে নিতাই ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল পেয়ে একতার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. মাসুম হোসেন বলেন, শীতের রাতে কষ্টে থাকতে হতো, এখন স্বস্তি পাব ইনশাআল্লাহ। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি মামুনুর রশিদ মাজু দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি দাতা সংস্থা ও ব্যক্তিগত সহায়তায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে নলকূপ স্থাপন করে আসছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নয়নেও সহায়তা করছেন। মামুনুর রশিদ মাজু বলেন, সরকারি চাকরির সুযোগ কাজে লাগিয়ে নিজ এলাকার উন্নয়ন ও প্রান্তিক মানুষের পাশে থাকার চেষ্টা করছি। শেকড়ের টান থেকেই এই দায়িত্ববোধ

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P