Sunday, 22 December 2024, 07:48 AM

সেই প্রিয়া এবার শচীনকে দেখে মুগ্ধ!

বিনোদন ডেস্কঃ সম্প্রতি যাকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই প্রিয়াই এবার মুগ্ধ হলেন শচীন টেন্ডুলকারকে দেখে। টুইটারে শচীনের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন প্রিয়া।


সেখানে দেখা গেছে, প্রিয়া ও তার সহ-অভিনেতা রোশন আবদুল রাহুফ (পর্দায় রোশনই প্রিয়ার প্রেমিক) দাঁড়িয়ে রয়েছেন এমন এক মানুষের সঙ্গে যাকে সারা ভারত একনামে চেনে। তিনি আর কেউ নন, ক্রিকেট রূপকথার চিরকালীন নায়ক শচীন টেন্ডুলকার। জানা যায়, আইএসএলে শচীনের দল কেরালা ব্লাস্টার্সের স্পেশালিটি বক্সেই প্রিয়ার সঙ্গে দেখা হয়েছে শচীনের। ছবিতে প্রিয়ার দু’চোখে উপচে পড়া হাসি আর চাপা উত্তেজনার ছাপ স্পষ্ট ছিল।


 


 


 


 


 


B/D/P/N.