Thursday, 24 July 2025, 01:40 AM

শেখ হাসিনাসহ সবার বিচার করতে হবে ----মাওলানা মামুনুল...

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন একজন বিকারগ্রস্ত মানুষ। খুন-গুমসহ রক্তের হোলি খেলায় সে সুখ খুঁজে পেত। তাই দ্রুত আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিচার না করে মেয়াদ শেষ করে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।

 

তিনি আরও বলেন, হাজার হাজার গুম খুনের কারণে এই দলের নেতা শেখ হাসিনাসহ সবার বিচার করতে হবে। সবার বিচার শেষে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী অবশিষ্ট থাকে, তবেই তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। এতে আমার বিশ্বাস, বিচার হলে আওয়ামী লীগ চালানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই৷


রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মাছুমপুর ফুটবল খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অল্প সময়ে এই সরকার বিভিন্ন উদ্যেগ নিয়েছেন৷ বিশেষ করে গত মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে৷ লোডশেডিং হয়নি৷ এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে সাফল্য এসেছে।


সম্প্রতি নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে মামুনুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও এত বড় দুঃসাহস কেউ দেখায় নি৷ তারা ইসলামের আদেশকে বড় বৈষম্য বলে দাবী করেছেন। নিজ ধর্ম বাদ দিয়ে যেকোনো ধর্মের সাথে বিয়ে দেওয়ার অভিব্যক্তি করেছেন। এই কমিশন ইসলামকে কটাক্ষ করেছেন৷ আমি বিশ্বাস করি বাংলাদেশের ৯০ শতাংশ নারী এর বিপক্ষে অবস্থান নিবেন।


শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশের ৭ কোটি মানুষের ইচ্ছা ও অধিকারকে জলাঞ্জলি দিয়েছেন।  তিনি ভারত থেকে ইন্দিরা গান্ধীর দেওয়া ধর্মীয় মতবাদ আমদানি করেন৷ তখন থেকেই বাংলাদেশ ভারতের শৃঙ্খলে জিম্নি হয়ে আছে৷ ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে আর কোনদিন ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না৷


গণ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজীর পরিচালনায় ও জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপত্বিত্বে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মুফতী শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামাতের আমীর মাওলানা শাহিনুর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


গণ সমাবেশে জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P